৩০ তথ্যে ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আসন্ন। আর মাত্র এক মাস, এরপরই শুরু বিশ্বকাপের উৎসব। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু এই বিশ্বকাপ । নিচের ৩০টি তথ্য আপনার চোখের সামনে তুলে ধরতে পারে গোটা বিশ্বকাপটাকেই। ১-এই প্রথম রাশিয়া বিশ্বকাপ আয়োজন করছে। ২-মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি ইতালি। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর দুজন কোচ ছাঁটাই করেছে সৌদি আরব। ৩-সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ৪-মাত্র ৪টি দল এক বিশ্বকাপের সব ম্যাচ জিতেছে। উরুগুয়ে (১৯৩০,৪), ইতালি (১৯৩৮,৪), ব্রাজিল (১৯৭০,৬ এবং ২০০২,৭) ! ৫-এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড রাশিয়ার ওলেগ সালেনকোর (১৯৯৪, প্রতিপক্ষ ক্যামেরুন)। ৬-৬টি স্বাগতিক দল বিশ্বকাপ জিতেছে। ৭-বিশ্বকাপে অন্তত ১০ গোল করেছেন ৭ জন খেলোয়াড়। সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড। ১৯৮২ সালে এল সালভাদরের বিপক্ষে ৫৯ থেকে ৭৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির লাস্লো কিস। ৮-মাত্র আটটি দল বিশ্বকাপ জিতেছে। ৯-বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরকে...