কোটা বৈষম্যের ভুক্তভোগীরাই ভাল বোঝেন কোটা কি
১/ প্রথম শ্রেণীর ক্যাডার, ননক্যাডার, ব্যাংকার, Engineer, নিয়োগে কোটা মুক্ত রাখা উচিত । দেশ পরিচালনার জন্য মেধার বিকল্প নেই । মেধাবী যে ধর্ম, বর্ন, গোত্র , এলাকার হউক না কেন সে মেধায় বেরিয়ে আসবেই ।
২/ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরি নিয়োগে জেলাকোটাসহ সবকোটাকে নতুনকরে বিন্যাস করা উচিত। এক্ষেত্রে আরো নতুন কোটা যোগ করা যেতে পারে যেমন :
ক) হাওর কোটা । কিশোরগঞ্জ, হবিগঞ্জ , মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের হাওর এলাকার জীবনের মান অত্যন্ত নিম্ন মানের এবং এরা সত্যিকারের পিছিয়েপড়া (Backwards) জনগোষ্ঠী ।
খ) পাহাড়ী কোটা । চট্টগ্রাম , রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজারের পাহাড়ে বসবাসরত উপজাতিরা কোটা পেলে সেখানে বসবাসরত অ-উপজাতিরা কোটা পাওয়ার দাবিদার ।
গ) চা শ্রমিক কোটা । পন্চগড়, চট্টগ্রাম , সিলেট, মৌলভীবাজারের চা শ্রমিকরা উপজাতি কোটা পায় না কিন্তু তারা অন্যতম পিছিয়েপড়া (Backwards) জনগোষ্ঠী ।
ঘ) কওমী মাদ্রাসা কোটা । সরকার কওমী সনদকে স্বীকৃতি দিয়েছে । কিন্তু তারা একেবারেই প্রচলিত শিক্ষা থেকে বঞ্চিত ।এরাও একধরনের পিছিয়েপড়া (Backwards) জনগোষ্ঠী । কেউ যদি প্রতিযোগিতামূলক চাকুরি পরীক্ষায় সন্তুষজনক ফলাফল করে তাকে সহায়তা করা সরকারের উচিত ।
৩/ সরকারি চাকুরিতে পোষ্য কোটা সম্পূর্ণ বিলুপ্ত করা উচিত ।পোষ্য কোটার কারনে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে যা পারিবারিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে যেমন: রেলওয়ে, প্রাথমিক স্কুল ।
৪/ নারী কোটার চেয়ে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ বেশী দরকার । প্রতিটি ইউনিয়ন ভিত্তিক ডে কেয়ার সেন্টার দরকার ।
৫/ অতিরিক্ত নারী কোটার ফলাফল ভাল নয় । যেমন: প্রাথমিক স্কুল ।
৬/ সরকারি নার্স নিয়োগে কোটা ও বয়স সংস্কার করা এখন সময়ের দাবী ।
৭/ কোটার বিশেষ নিয়োগ যেমন: ২৩তম বিসিএস, ৩২তম বিসিএস, সোনালী ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকার, ATEO, নার্স, প্রাথমিক স্কুল শিক্ষক, না দেয়াই উচিত । এতে কোটাধারীরা এবং কোটাহীনরা মনস্তাত্ত্বিকভাবে বিপরীতদলে বিভক্ত হয়ে যায় ।
৮/ চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরিতে জেলা প্রয়োজনে উপজেলা কোটাকে প্রাধান্য দেয়া উচিত ।
৯/ সকল অনগ্রসর, পিছিয়েপড়া জনগোষ্ঠীকে (Backwards Classes) একটা পর্যায় পর্যন্ত কোটা সুবিধা দিয়ে মৌলিক চাহিদার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব ।
নতুন নতুন valobasar Golpo গল্প পড়তে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz