বিসিএসের প্রিলি, রিটেন এবং ভাইভার
জন্য যেই বইগুলো লাগবে-----#প্রিলিমিনারি_বুক_লিস্টঃ
১. জব সলুউশন (প্রফেসর’স/ওরাকল)
২. যে কোন এক সেট বই [MP3 (জর্জ
সিরিজ), প্রফেসর'স, অ্যাসিউরেন্সে,
ওরাকল]
৩. ডাইজেস্ট (অ্যাসিউরেন্স)
৪. পৌরনীতি (এইচ এস সি) মোজাম্মেল
হক (সম্ভব হলে) (শুধুমাত্র সিলেবাসের
টপিক্স গুলো পড়বেন)
৫. নবম_দশম শ্রেণীঃ বাংলাদেশ ও
বিশ্বপরিচয়, বাংলা ব্যাকরণ, ভূগোল ও
পরিবেশ, সাধারন বিজ্ঞান (শুধু মাত্র
সিলেবাসের টপিক্স গুলো পড়বেন)
৬. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
(সৌমিত্র শেখর)
(শুধুমাত্র সিলেবাসের টপিক্স গুলো
পড়বেন)
৭. English for Competitive Exam
(প্রফেসর'স)
৮. মডেল টেস্ট (কনফিডেন্স/ওরাকল/
প্রফেসর'স /অ্যাসুউরেন্স)
০৯. 'সহজ ভাষায় বাংলাদেশের
সংবিধান' -আরিফ খান
১০. কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট
ওয়ার্ল্ড বিসিএস স্পেশিয়াল সংখ্যা।
১১. স্পেশাল বাংলাদেশ+আন্তর্জাতিক
ম্যাপ -(জাহিদ সোহেল)
১২. গণিতের জন্য Short Cut Math by
Arifur Rahman
১৩. ABC of English Literature
১৪. S@ifur's Vocabulary & Oracle
Vocabulary with Mnemonic
১৫. লালনীল দীপাবলি _ হুমায়ুন আজাদ
.
বিঃদ্রঃ এই বইগুলোর সকল পড়া
বিসিএসের সিলেবাসে নাই। তাই
সিলেবাস দেখে দেখে প্রয়োজনীয় পড়া
গুলোই বার বার পড়তে হবে। পড়ালেখা
না করা আর অপ্রয়োজনীয় জ্ঞান আহরন
করা সমার্থক।
.
.
#রিটেন_বুক_লিস্টঃ
১. যে কোন এক সেট বই (প্রফেসর'স,
ওরাকল, অ্যাসিউরেন্স)
২. গ্রন্থ সমালোচনার জন্য মহসীনা
নাজিলার শীকর।
৩. যে কোন দুই সেট ডাইজেস্ট।
#ভাইভা_বুক_লিস্টঃ
১. আপনার ক্যাডার চয়েস অনুযায়ী
যেকোন এক সেট বই (প্রফেসর'স, ওরাকল,
অ্যাসিউরেন্স)।
২. অসামাপ্ত আত্মজীবনী - বঙ্গবন্ধু।
৩. কারাগারের রোজনামচা- বঙ্গবন্ধু।
৪. ২০২১ সালের বাংলাদেশ- ড.
মোহাম্মদ ফরাসউদ্দিন।
৫. নাগরিকদের জানা ভাল- মুহাম্মদ
হাবিবুর রহমান।
৬. লক্ষ প্রাণের বিনিময়ে- মেজর
রফিকুল ইসলাম
৭. দ্য রেপ অব বাংলাদেশ- অ্যান্থনী
মাসকারেন হাস
৮. বাংলাদেশের রক্তের ঋণ- অ্যান্থনী
মাসকারেন হাস
৯. একাত্তরের ডাইরী- সুফিয়া কামাল
১০. একাত্তরের দিনগুলো- জাহানারা
ইমাম
১১. Surrender at Dhaka - JFR Jakob
১২. দেয়াল- হুমায়ুন আহমেদ
১৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ
বছর- আবুল মনসুর আহমেদ।
.
বিঃদ্রঃ এই বুক লিস্ট টা Shamim
Anwar Sir (34th BCS), Sushanta Paul
Sir (30th BCS), Md. Sobuj Ahmed Sir
(34th BCS), Ariful Haque Mamun Sir
সহ ৭-৮ জন বিসিএস ক্যাডার স্যারদের
দেওয়া সাজেশন্স এবং টিপস্ কে
সমন্বিত করে তৈরি করা। সকল ক্রেডিট
স্যারদের,, ধন্যবাদ দিচ্ছি স্যারদের
কে.....
নতুন নতুন ভালোবাসার গল্প পড়তে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz
ReplyDelete