Skip to main content

বিসিএসের প্রিলি, রিটেন এবং ভাইভার জন্য যেই বইগুলো লাগবে। বিস্তারিত পড়ুন........


বিসিএসের প্রিলি, রিটেন এবং ভাইভার
জন্য যেই বইগুলো লাগবে-----

#প্রিলিমিনারি_বুক_লিস্টঃ

১. জব সলুউশন (প্রফেসর’স/ওরাকল)
২. যে কোন এক সেট বই [MP3 (জর্জ
সিরিজ), প্রফেসর'স, অ্যাসিউরেন্সে,
ওরাকল]
৩. ডাইজেস্ট (অ্যাসিউরেন্স)
৪. পৌরনীতি (এইচ এস সি) মোজাম্মেল
হক (সম্ভব হলে) (শুধুমাত্র সিলেবাসের
টপিক্স গুলো পড়বেন)
৫. নবম_দশম শ্রেণীঃ বাংলাদেশ ও
বিশ্বপরিচয়, বাংলা ব্যাকরণ, ভূগোল ও
পরিবেশ, সাধারন বিজ্ঞান (শুধু মাত্র
সিলেবাসের টপিক্স গুলো পড়বেন)
৬. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
(সৌমিত্র শেখর)
(শুধুমাত্র সিলেবাসের টপিক্স গুলো
পড়বেন)
৭. English for Competitive Exam
(প্রফেসর'স)
৮. মডেল টেস্ট (কনফিডেন্স/ওরাকল/
প্রফেসর'স /অ্যাসুউরেন্স)
০৯. 'সহজ ভাষায় বাংলাদেশের
সংবিধান' -আরিফ খান
১০. কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট
ওয়ার্ল্ড বিসিএস স্পেশিয়াল সংখ্যা।
১১. স্পেশাল বাংলাদেশ+আন্তর্জাতিক
ম্যাপ -(জাহিদ সোহেল)
১২. গণিতের জন্য Short Cut Math by
Arifur Rahman
১৩. ABC of English Literature
১৪. S@ifur's Vocabulary & Oracle
Vocabulary with Mnemonic
১৫. লালনীল দীপাবলি _ হুমায়ুন আজাদ
.
বিঃদ্রঃ এই বইগুলোর সকল পড়া
বিসিএসের সিলেবাসে নাই। তাই
সিলেবাস দেখে দেখে প্রয়োজনীয় পড়া
গুলোই বার বার পড়তে হবে। পড়ালেখা
না করা আর অপ্রয়োজনীয় জ্ঞান আহরন
করা সমার্থক।
.
.
#রিটেন_বুক_লিস্টঃ

১. যে কোন এক সেট বই (প্রফেসর'স,
ওরাকল, অ্যাসিউরেন্স)
২. গ্রন্থ সমালোচনার জন্য মহসীনা
নাজিলার শীকর।
৩. যে কোন দুই সেট ডাইজেস্ট।

#ভাইভা_বুক_লিস্টঃ

১. আপনার ক্যাডার চয়েস অনুযায়ী
যেকোন এক সেট বই (প্রফেসর'স, ওরাকল,
অ্যাসিউরেন্স)।
২. অসামাপ্ত আত্মজীবনী - বঙ্গবন্ধু।
৩. কারাগারের রোজনামচা- বঙ্গবন্ধু।
৪. ২০২১ সালের বাংলাদেশ- ড.
মোহাম্মদ ফরাসউদ্দিন।
৫. নাগরিকদের জানা ভাল- মুহাম্মদ
হাবিবুর রহমান।
৬. লক্ষ প্রাণের বিনিময়ে- মেজর
রফিকুল ইসলাম
৭. দ্য রেপ অব বাংলাদেশ- অ্যান্থনী
মাসকারেন হাস
৮. বাংলাদেশের রক্তের ঋণ- অ্যান্থনী
মাসকারেন হাস
৯. একাত্তরের ডাইরী- সুফিয়া কামাল
১০. একাত্তরের দিনগুলো- জাহানারা
ইমাম
১১. Surrender at Dhaka - JFR Jakob
১২. দেয়াল- হুমায়ুন আহমেদ
১৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ
বছর- আবুল মনসুর আহমেদ।
.
বিঃদ্রঃ এই বুক লিস্ট টা Shamim
Anwar Sir (34th BCS), Sushanta Paul
Sir (30th BCS), Md. Sobuj Ahmed Sir
(34th BCS), Ariful Haque Mamun Sir
সহ ৭-৮ জন বিসিএস ক্যাডার স্যারদের
দেওয়া সাজেশন্স এবং টিপস্ কে
সমন্বিত করে তৈরি করা। সকল ক্রেডিট
স্যারদের,, ধন্যবাদ দিচ্ছি স্যারদের
কে.....

Comments

  1. নতুন নতুন ভালোবাসার গল্প পড়তে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দুষ্ট মিষ্টি ভালবাসার রোমান্টিক গল্প '' কোল বলিশ "

====="কোল  বলিস"=============  একদম আমাকে স্পর্শ করবেন না। ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে, খাটে এসে বসলাম। খাটের ঠিক মাঝখানে একজন মেয়ে লম্বা ঘোমটা টেনে বসে আছে। মেয়ে বলছি ক্যান, এখন তো নতুন বউ। হ্যা ঠিকই ধরেছেন, মেয়েটা এখন আমার বউ। বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছি, বিয়ের আগে দেখা করা তো দুরের কথা একবার কথাও বলিনি। বলার প্রয়োজনও মনে করি নী। কারন বাবা মায়ের উপর যথেষ্ট ভরসা আছে। আর কোন বাবা মা চাইনা তার সন্তান কষ্ট পাক। বিয়ে করে আসার পরে নানান, রতি নীতি শেষ করতে গিয়ে, বউয়ের সাথে কোন কথাই হয়নি। বন্ধুদের সাথে কিছু গল্প গুজব করে নানা রকম সাজেসন নিয়ে ১১ টার দিকে বাসর ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢোকার আগে ভাবিরা সব বার বার করে বলে দিয়েছে, দেবরজি বেড়াল মারা চাই কিন্তু । এখানে এসে দেখি তার বিপরিত। যখনই বউয়ের ঘোমটা তোলার জন্য হাত বাড়িয়েছি, যে এত দিন না দেখা চাঁদবদন মুখটা প্রান ভরে দেখব ঠিক তখনই বউ ওই কথাটা বলল। ---কেন ঘোমটা উঠাব না কেন, তুমি এখন আমার বউ। আমার অধিকার আছে, তোমাকে স্পর্শ করার। ---চাইলে আপনি আপনার অধিকার আদায় করতে পারেন, তবে আমার মনটা পাবেন না, দেহ ছাড়া। ---তোমার কি কা...

রোমান্টিক প্রেমের গল্প "মিষ্টি বউয়ের ভালোবাসা"

আজ অফিস থেকে বাসায় এসে কলিংবেল টা বাজাতেই ফট করে দরজা খুলে গেলো। প্রতিদিন যেখানে ২ - ৩ মিনিট দাড়িয়ে থাকতে হতো । আর আজ কলিংবেল বাজানোর সাথে সাথে দরজা খুলে গেলো। দরজা খুলতেই চমকে গেল হিমাদ্র। দেখে নীলিমা সামনে দাড়িয়ে! ------------ ------------ - অফিস থেকে আসতে কত সময় লাগে হ্যাঁ! ( নীলিমা রগচটা মেজাজে কথাটি বললো। হিমাদ্র চমকে উঠে বোবা হয়ে গেলো। যে মেয়েটির সাথে এক বছর হলো কোন যোগাযোগ ই নেই । সে আজ হিমাদ্রর সামনে দাড়িয়ে।) - তুমি! - ঐ আমি কি। হুম। ( চেয়ে আছে হিমাদ্র নীলিমার দিকে। কত দিন পর দেখছে। এমন সময় হিমাদ্রের মা এসে।) - কিরে এভাবে দাড়িয়ে আছিস মানে। ( হিমাদ্র ভয়ে।) - মা ও কে? - আমার বউ মা। - কি বলো এগুলা। - হুম সত্যি। - আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। - তাই না। বৌ মা একটু বুঝাও তো। ( মা চলে গেলো। নীলিমা এসে হিমাদ্র কে চিমটি।) - ইস কি হচ্ছে। ( পিছনে তাকিয়ে নীলিমার দিকে তাকিয়ে রইলো হিমাদ্র। নীলিমার চোখগুলো অনেক কথা বলছে। যা মুখের ভাষায় নয় চোখের ভাষা দিয়েই বুঝে নিতে হয়। এবার আরেক চিমটি) - ইস এরকম করো কেন! - কি রকম করি হু। - তুমি এত দিন কোথায় ছিলে। - তোমার চোখের আড়...

দলিল,খতিয়ান,ফর্সা,ফরায়েজ,খাজনা,নামজারি,দাগ ইত্যাদি কি বিস্তারিত জেনে নেই

= খতিয়ান: মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে সিএস, এসএ এবং আরএস উল্লেখযোগ্য। ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। . = সি এস খতিয়ানঃ ১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত। . =এস এ খতিয়ানঃ ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্...