Medianews420 |
হ্যাপি ওরফে আমাতুল্লাহ। এক সময়ের সবচেয়ে আলোচিত নাম ছিল এটি। কারণ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক এবং পরবর্তীতে মামলা এসব কিছু নিয়ে মূলত আলোচনার শীর্ষে ছিলেন তিনি।
তবে কয়েক বছর আগে চলচ্চিত্র পাড়া থেকে বিদায় নিয়ে ধর্মের কাজে মনোনিবেশ করেন হ্যাপি। তিনি নিজের নাম বদল করে রাখেন আমাতুল্লাহ। বেশ কিছুদিন থেকেই তার বিয়ে নিয়ে বিভিন্ন গুজব বের হচ্ছে। আর এ নিয়েই মুখ খুলেছেন তিনি।
তার ফেসবুক আইডি থেকে জানা গেছে, অনেকেই তার বিয়ের জন্য চিন্তিত, অনেকে নানা রকম জল্পনা-কল্পনা করছেন। কেউ আবার গোপনে বিয়ে করার গুজব ছড়াচ্ছেন। এসব বিষয়ে বিরক্ত প্রকাশ করেছেন হ্যাপি।
এর আগে একবার হ্যাপির আইডি হ্যাক হয়ে বিয়ের গুজব বের হয়েছিল। পরে হ্যাপি আরেকটি স্ট্যাটাস দিয়ে তার বিয়ে না হওয়ার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, টাইগার পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজে নিজের স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করার পর, ফের হ্যাপি’র বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বের হচ্ছে। এদিকে রুবেল তার পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে খুব গোপনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলে জানা গেছে। বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন এই ক্রিকেটার। অবশ্য বিয়ের পর বউয়ের কোনো ছবি মিডিয়ায় প্রকাশ করেননি রুবেল হোসেন। অবশেষে শনিবার (২৮ এপ্রিল) তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করেন। দুইটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, My wife..
Comments
Post a Comment