শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে গ্যালারি ভরা দর্শক ভেসেছে রেকর্ড ব্যবধানে জয়ের উচ্ছ্বাসে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটিই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২০/৭
(তামিম ৮৪, সাকিব ৬৭, মুশফিক ৬২; থিসারা ৩/৬০, প্রদিপ ২/৬৬)
শ্রীলঙ্কা:৩২.২ ওভারে ১৫৭
( থারাঙ্গা ২৫, চান্দিমাল ২৮, থিসারা ২৯; সাকিব ৩/৪৭, রুবেল ২/২০, মাশরাফি ২/৩০)।
ফল: বাংলাদেশ ১৬৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
নতুন নতুন ভালোবাসার গল্প পড়তে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz
ReplyDelete